Tuesday, January 28, 2025

সন্ধ্যাকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

এস এম রাহাত হোসেন,ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সন্ধ্যাকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্সের সামনে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস ও মেডিকেল অফিসার ডঃ সজল সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, সাংবাদিকসহ সূধীজনরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন,ঢাকা স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডাঃ মোঃ শাফিন জব্বার উপ পরিচালক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপ-পরিচালক দীপক কুমার বিশ্বাস, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুক্তাদির আরিফিন, ডাঃ ইনামুল হক। এছাড়া অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাস, সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, ওসি আসাদুজ্জামান উপজেলা আাওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথমে প্রায় তিন শতাধিক অতিথির মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার পিঠা বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ডাক্তার, নার্স, কমিউনিটি উপ-সহকারি,ফার্মাসিষ্টদের মাঝে ক্রেষ্ট বিতরণ শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here