কালুখালি সংবাদদাতাঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপণ উপলক্ষ্যে সফল জয়িতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্ত¡র পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্নিমা হালদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, অর্থনৈতিকভাবে জয়িতা নারী মোছাঃ নাহিদা খাতুন ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল জয়িতা রেশমা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এছাড়াও ৫টি সংস্থার মধ্যে চেক বিতরণ করা হয়েছে। অর্থনৈতিকভাবে জয়িতা নারী মোছাঃ নাহিদা খাতুন ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল জয়িতা রেশমা খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে সফল হয়েছে যে নারী মোছাঃ চায়না বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মুসলিমা বেগম কে সম্মাননা ক্রেষ্ট এছাড়াও মোহনপুর মহিলা উন্নয়ন সংস্থা, বাসন্তি স্বপ্ন নারী উন্নয়ন সংস্থা, শান্তি মহিলা উন্নয়ন সংস্থা, ওয়েড নারী শিক্ষা উন্নয়ন কর্মসূচী ও আশার আলো মহিলা সংস্থার মাঝে ১ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে যার যার যায়গা থেকে সচেতন হতে বলেন। দেশকে এগিয়ে নিতে হলে নারী পুরুষ সমান ভাবে দেশের জন্য কাজ করতে হবে।’