Sunday, December 22, 2024

সম্বলটুকু চোরে নিয়ে গেছে , কিস্তি দেব কেমনে ,চলবো কেমনে

কালুখালি সংবাদাতা :রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোয়ারদী পাড়া গ্রামে গতকাল রাতে আতর আলী মন্ডলের ছেলে কলম মন্ডলের বাড়ী থেকে তালা কেটে দুটি অটোভ্যান চুরি হয়েছে।

কলম মন্ডল বলেন গতকাল রাতে প্রকৃতির ডাকে সারা দিয়ে আমার ঘর থেকে রাত ২ টার দিকে বের হতে গেলে দরজা বাহিরে থেকে তালা দেওয়া বুঝতে পারি, পরে দরজা ভেঙ্গে বাহিরে এসে দেখি আমার দুটি ভ্যান গাড়ী নেই, তালা ও শিকল কাটা অবস্থায় পড়ে রয়েছে। অনেক খুজা খুজি করার পর কোথাও পাওয়া যায় নাই।

কলম মন্ডল আরো বলেন বিভিন্ন এনজিও থেকে ঋন করে আমি দুটি ভ্যান গাড়ী বানিয়েছিলাম, ভ্যান দুটি চুরি হওয়ার কারনে পরিবার নিয়ে আমার এখন পথে বসতে হবে। সম্বলটুকু চোরে নিয়ে গেছে , কিস্তি দেব কেমনে ,চলবো কেমনে ।

এই বিষয়ে মাজবাড়ী ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য আমিনুর রহমান ফারুক বলেন খবর পাওয়ার পর কলমের বাড়ীতে এসে দেখি ভ্যান গাড়ী নেই, তালা কাটা অবস্থায় রয়েছে।

চুরির বিষয়ে কলম মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি অভিযোগ করেছে।

 

rj/adm/kkh

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here