Saturday, December 28, 2024

সরকারের উন্নয়ন তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

সরকারের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের সঙ্গে প্রকৌশলীরা সরাসরি জড়িত। প্রকৌশলীরা উন্নয়ন কর্মকা-ের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরলে তারা বুঝতে পারবেন দেশে কি পরিমাণ উন্নয়ন কর্মকা- চলমান এবং তা থেকে তারা কি সুফল পেতে পারেন। তাই তারা সরকারের উন্নয়ন সমূহ মানুষের কাছে তুলে ধরতে পারেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এমএ রশিদ, প্রকৌশলী খোরশেদ উদ্দিন আহমেদ বাদল, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মনসুর প্রমুখ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here