সরিষা ফুলের গন্ধ মেঘে
যাও হেঁটে বহুদূর
ভাবি আমি এই ক্ষণে
সুখ তুমি কতদূর!!
হেথায় খুঁজি সেথায় খুঁজি
খুঁজিনি আপন প্রাণে
আজ দেখি সেই সুর মাখা সুখ
বাজিছে আমার গানে।
সেই সুরেরই রঞ্জা মেখে
দিলাম মেলে পাখা
স্বপ্ন চোখের আবির ছুঁয়ে
নামটি তোমার আঁকা
তোমার পথেই হেঁটে চলি
রোদ মাখা সুখ সুখ
কোমল করবী দোলনা দোলে
হেসে খেলে উৎসুক।
হয়নি দেখা জানিতো আমি
খুঁজিনি বহুদূর
আপন প্রাণেই চিনেছি তোমায়
তুমিই সমুদ্দুর।
তোমার উতল বুকেই আমার
সুরভিত সুবাস
কখনো তুমি ঢেউ জাগানিয়া
কখনো সর্বনাশ।
সারথি আমার হৃদ মাঝারে
আলো আঁধারের খেলা
তোমায় নিয়েই কাটে আমার
সকাল সন্ধ্যা বেলা।
—-
তাহমিনা মুন্নী ,রাজবাড়ী ।