Wednesday, January 22, 2025

সাংবাদিকের উপর হামলা

বালিয়াকান্দি সংবাদদাতা: রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সংবাদের বালিয়াকান্দি প্রতিনিধি সনজিৎ কুমার দাসের উপর হামলার ঘটনা ঘটেছে।  সোমবার দুপুর ১২ টার সময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটে।

হামলার স্বীকার সাংবাদিক সবজিৎ কুমার দাস বলেন, হাসপাতালে কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেল চোর ফুলবাড়ী ভীমনগর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে রানাকে আটক করে মারধর করছিল। ওই সকল ছাত্রদেরকে ১০-১২ মিলে পাল্টা মারধর করে চোরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মারধর দেখে এগিয়ে গেলে আমার উপর হামলা করে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে রয়েছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, হাসপাতালের ডাব চুরি, ভ্যান চুরি, মোটরসাইকেল চুরি হচ্ছে। সিসি টিভি ফুটেজ দেখলে বোঝা যাবে।

এ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, চোর রানা ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here