Monday, January 13, 2025

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানী মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে আব্দুল মালেক প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাংশা উপজেলা প্রতিনিধি দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার প্রতিনিধি রতন মাহমুদ এর সঞ্চালনায় ও পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন – রাজবাড়ী রিপোর্টাস ইউনিট এর সভাপতি ও নাগরিক টেলিভিশন এর জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মো. শামীম হোসেন, নিউজ টোয়েন্টিফোর এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, যায় যায় দিন পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন, কালবেলা পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি মো. রিয়াদ মাহমুদ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন, কালুখালী উপজেলার কালবেলা পত্রিকার প্রতিনিধি মো. হামজা শেখ, দৈনিক প্রথম আলো পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামের এক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় আহত আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলায় দৈনিক কালবেলা’র পাংশা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসেনকে যুবলীগ নেতা উল্লেখ করে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here