নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)’র অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল সহ দুইজন কে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো : আবু সাইদ বিন মোস্তফা(২৫) ও মোঃ সুমন ইসলাম(২৫) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান।
তিনি জানান, ১৩মে ১৬:১৫ ঘটিকার সময় তার নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ মোতালেব হোসেন, এএসআই মোঃ কাশেম মিয়া, সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন সজ্জনকান্দা সাকিনস্থ হোটেল পার্ক (আবাসিক হোটেল) এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আবু সাইদ বিন মোস্তফা(২৫) পিতা-এবিএম গোলাম মোস্তফা, মাতা-নার্গিস মোস্তফা, সাং-ধর্মদহ, ২। মোঃ সুমন ইসলাম(২৫) পিতা-মোঃ মোয়াজ্জেম ইসলাম, মাতা-মোছাঃ হানুফা বেগম, সাং-গোড়লা, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩৭,৫০০/- (সাতত্রিশ হাজার পাঁচশত) টাকা, আসামীদ্বয়ের মাদক বিক্রির কাজে ব্যবহৃত প্রেস স্টিকার লেখা একটি HERO HUNK মোটর সাইকেল, আসামী আবু সাইদ বিন মোস্তফা এর ব্যবহৃত একটি দৈনিক সন্ধ্যা বাণী পত্রিকার PRESS লেখা আইডি কার্ড সহ হাতে-নাতে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে আসামী আবু সাইদ বিন মোস্তফা সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা করে আসছিল বলে স্বীকার করে। এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।