Wednesday, January 22, 2025

সাংবাদিক রবিউলের বাবার সন্ধান মেলেনি ৬ দিনেও

  • নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি দৈনিক খোলা কাগজের যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক রবিউল ইসলামের বাবা আব্দুল ওহাব শেখের (৮০)।

গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া বাইতুস সালাম মসজিদ এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন।

ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে রবিউল ইসলামের বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। তাকে না পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে হাহাকার চলছে।

সাংবাদিক রবিউল জানান, অসুস্থতার কারণে তিনি (বাবা) ভালোভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও হাতে ছিল বেতের লাঠি। ঢাকার বিভিন্ন জায়গায় দিনরাত অনেক খোঁজাখুঁজি চলছে, মাইকিং করা হচ্ছে, তবু খোঁজ মিলছে না।

নিখোঁজ আব্দুল ওহাব শেখের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে।

এ বিষয়ে কদমতলী থানায় গত রোববার সাধারণ ডায়েরি (জিডি নং- ১২০৫) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকলে বা তার খোঁজ পেলে ০১৭১০২৫৫৪৮৮, ০১৬৭৩২৩১৪০৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সাংবাদিক রবিউল ইসলাম ও তার স্বজনরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here