Wednesday, January 22, 2025

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারাদেশে আওয়াজ তুলুন: বিএমএসএফ 

  • সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সারাদেশে আওয়াজ তোলার আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
তিনি বলেছেন, যেভাবে সারাদেশে একেরপর এক নির্যাতন, হামলা,মামলা এমনকি হত্যার শিকার হচ্ছেন এ থেকে রক্ষা করতে রাষ্ট্রকে সাংবাদিক সুরক্ষার দায়িত্ব নেয়া উচিত। সাংবাদিক নির্যাতনের অধিকাংশ ঘটনায় বিচারহীনতার কারণে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বাড়ছেই। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আগামি ১৭ অক্টোবর সকল জেলা উপজেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একযোগে স্মারকলিপি পাঠাতে আহবান জানানো হয়েছে। কুষ্টিয়ার মেহেরজান চাইনিজ হলরুমে ১২ অক্টোবর সকাল ১১টায় বিএমএসএফ কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে  তিনি একথা বলেছেন। 
সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে উদ্বোধণী বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন বলেছেন, সাংবাদিকতার বান্ধবহীন পরিবেশ সাংবাদিকদের অসহায় করে দিচ্ছে। চারপাশের বৈরী অবস্থার পাশাপাশি সাংবাদিকরাই যখন সাংবাদিকদের প্রধান শত্রু হয়ে উঠে তখন মনোবল হারিয়ে যায়, ঘৃণা জন্ম নেয়।  পেশাদারিত্বের ক্ষেত্রে ভাটা পড়ে। এমন বৈরীতার অবসান চাই।
সভায় বিশেষ   ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর, সাবেক সভাপতি আব্দুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মুকুল খসরু, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এ. আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য খালেকুজ্জামান পান্নু, পাবনা বিএমএসএফ সভাপতি ডা. আব্দুস সালাম প্রমুখ।
সভা পরিচালনা করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব নুরুন্নাহার সীমা। কাউন্সিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটি ঘোষণা করেন। কমিটিতে দৈনিক সত্যখবর সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের হাসিবুর রহমান রিজুকে সভাপতি ও দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নুরুন্নাহার সীমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এদিকে কাউন্সিল শেষে বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের জন্মদিবস উপলক্ষে কেক কেটে এবং রাতে লালন সন্ধ্যার আয়োজন করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here