স্টাফ রিপোর্টারঃ শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা শুভ্রা রচিত ১৯০৫ থেকে ২০২৪ নারী সংগ্রামের ইতিহাস নিয়ে লেখা দশমিক এর প্রকাশনায় ‘বাংলার অগ্নিকন্যারা” প্রাকাশিত হয়েছে আর বইটি পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। স্টল নং- ২৬৫ । অনলাইন রকমারিতেও পাওয়া যাবে বইটি । মূল্য -৩০০ টাকা ।
লেখক পরিচিতি:
শব্দের জাদুকর, বিশ্লেষণের কারিগর সাবরিনা ঢাকার বুকে বেড়ে ওঠা এক প্রতিভাবান লেখক সাংবাদিক ও বিশ্লেষক। শিক্ষা ও জ্ঞানের আলোয় দীপ্ত তিনি কলমের শক্তিতে সমাজকে দেখিয়েছেন নতুন পথ ।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং শিক্ষকতা পেশায় যুক্ত থেকে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তিনি একজন সার্টিফাইড ফেলো,USAID এবং UKAID থেকে প্রশিক্ষণ প্রাপ্ত পলিটিক্যাল মাস্টার ট্রেইনার ।
সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষনে তিনি সমান পারদর্শী । বাস্তবতার নিরিখে গভীর বিশ্লেষণধর্মী লেখনী তাঁকে আলাদা মাত্রা দিয়েছে। UNICEF ও World Vision -এর মত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে শিশু অধিকার ও মানবিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন ।
সাহিত্য জগতে তাঁর বিচরণ ব্যাপক । তাঁর রচিত বই গুলোর মধ্যে নীল ধ্রুবতারা, শঙ্খচূড়া, সময়ের প্রতিচ্ছবি, ও Margin of the Heart উল্লেখযোগ্য ।
সমাজ, রাজনীতি ও মানবিক বিষয়াবলির প্রতি তাঁর অন্তর্দৃষ্টি পাঠকদের মুগ্ধ করে ।
লেখক,গবেষক,শিক্ষক — তিনটি পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছে এক উজ্জ্বল সত্তা সাবরিনা শুভ্রা । শব্দের আলো ছড়িয়ে তিনি পাঠকের হৃদয়ে তৈরি করেছেন স্থায়ী আসন ।