Sunday, December 22, 2024

সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা

প্রেস রিলিজ:  হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৪ বাংলাদেশ-এর ১০ জন বিজয়ী এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য চীন সফর শুরু করেছে। এক সপ্তাহব্যাপী এই প্রোগ্রামে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি চীনের নানিং, শেনজেন ও ডঙ্গুয়ানে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অফ থিংস (আইওটি) ও স্মার্ট সিটির উপর প্রশিক্ষণ পাবে।

বাংলাদেশের এই দলের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি-এর ইইই বিভাগের মোহাম্মদ ফাসিউল আবেদীন খান, কুয়েট-এর সিএসই বিভাগের অর্পা সাহা, বুয়েট-এর ইইই বিভাগের শেখ মুনকাসির আহমেদ রাফীদ, এইউএসটি-এর ইইই বিভাগের মাশফিহা মাহি, এআইইউবি-এর সিএসই বিভাগের মারিয়া নাওয়ার, আইইউটি-এর বিজনেস টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম) বিভাগের সামিহা মাসুদ, রুয়েট-এর সিএসই বিভাগের তাসফিয়া জান্নাত তাসফি, রুয়েট-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিক মো. ইমতিয়াজ আরেফিন, বিইউপি-এর ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের কাজী জারিন রহমান এবং আইইউটি-এর ইইই বিভাগের রাইয়ান ইবনে হোসেন।

হুয়াওয়ে সাউথ এশিয়া-এর হেড অফ মিডিয়া তানভীর আহমেদ বলেন, “হুয়াওয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে ক্ষমতায়ন করতে চায় যাতে তারা বাংলাদেশে প্রযুক্তির রূপান্তর ও উদ্ভাবনের চালিকাশক্তি হতে পারে। গত ১১ বছর ধরে হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে এই সুযোগ দিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি, এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে নতুন চিন্তা করতে ও নতুন উদ্ভাবন নিয়ে আসতে অনুপ্রেরণা দিচ্ছে। আমি নিশ্চিত যে, আঞ্চলিক পর্বে ১০ শিক্ষার্থী দক্ষতা ও জ্ঞান অর্জন করে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।”

এই বছর বাংলাদেশে প্রতিযোগিতাটিতে ১৮৫০ জনেরও বেশি শিক্ষার্থী আবেদন করে। প্রাথমিক পর্বের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ৫০ জনকে মূল্যায়ন প্রক্রিয়া ও সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। ২০১৪ সালে বাংলাদেশে চালু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতা তরুণদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণার পাশাপাশি বিশেষজ্ঞদের কাছ থেকে জ্ঞান অর্জনের সুযোগ দিয়ে আসছে। সারা বিশ্বে ১৫,০০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে।

————————————————————————————————–

Bangladeshi Students off to ‘Seeds’ Regional Round at China 

Ten winners of the Huawei Seeds for the Future 2024 Bangladesh have started their China trip to take part in regional round of the program. In a one-week program they will be attending Digital Talent summit, Furthermore, they will visit Nanning, Shenzhen, and Dongguan for receiving training on 5G, AI, IoT, and Smart City, and participate in cultural exchange programs.

This year’s Seeds for the Future winners are Mohammad Fasiul Abedin Khan, EEE department, BRAC University; Arpa Saha, CSE department, KUET; Sheikh Munkasir Ahmed Rafeed, EEE department BUET; Mashfiha Mahee, EEE department, AUST; Maria Nawar, CSE department, AIUB; Samiha Masud Business Technology Management (BTM), IUT; Tasfia Jannat Tasfi, CSE department, RUET; Avik Md Emtiaz Arefin, Mechatronics Engineering department, RUET; Kazi Zarin Rahman, Finance and Banking department, BUP; and Raiyan Ibne Hossain from EEE department, IUT.

Tanvir Ahmed, Head of Media, Huawei South Asia said, “Huawei is committed to empowering the next generation of leaders so that they can drive technological transformation and innovation in Bangladesh. For the last 11 years Huawei is providing such opportunities through our Seeds for the Future program for Bangladeshi students. And we can see, this program influences students to think out of the box and bring new innovations. I am sure that the 10 students taking part in the regional part, will acquire enough skills and knowledge to contribute Bangladesh further.”

A total of 1850+ students from Bangladesh applied for the program this year. Among the applications, a total of 50 students were selected for the first round based on evaluation and interviews. Since its inception in Bangladesh in 2014, the program has provided opportunities to the youth, offering exposure to state-of-the-art technologies and insights from industry experts. Globally, over 15,000 students have already benefited from this initiative.

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here