Wednesday, January 22, 2025

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে কালুখালীতে আলোচনা সভা

  • দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ । ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এই হামলায় নিহত হন দুজন এবং আহত হন দুই শতাধিক ব্যক্তি। হামলা চালানো হয় সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব ও সরকারি-আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে। মুন্সীগঞ্জ জেলা বাদে দেশের ৬৩ জেলায় বেলা ১১টায় সিরিজ বোমা হামলা চালায়। দেশের ৪৫০টি স্থানে পাঁচ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

এ উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪ টায় সোনাপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালুখালী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বক্কর খান, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহবায়ক মমিন শেখ, জেলা কৃষক লীগের অন্যতম সদস্য মোঃ শাহীন খান প্রমুখ।

আনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন কৃষক লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here