Monday, December 23, 2024

সিসা তৈরীর কারখানায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

এস,এম রাহাত হোসেন ফারুক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুরাতন ব্যাটারী আগুনে জালিয়ে সিসা তৈরী করা কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

(১৫ অক্টোবর) রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান।

এলাকাবাসী বলেন,নওগাঁ জেলার প্রায় ২০-২৫দিন পূর্বে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া এলাকায় অবৈধ্ সিসা তৈরির কারখানা স্থাপন করেন নওগাঁর সয়নুল ইসলাম নামের একজন। এখানে ২০-২৫জন শ্রমিক দিয়ে রাতের বেলায় পুরাতন ব্যাটারী জাঁলিয়ে সিসা তৈরী করে আসছিলেন। এতে বিষাক্ত ধোঁয়ায় এলাকার ফসল, গরু-ছাগল ও মানুষের ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের সহযোগিতায় অবৈধ ভাবে সিসা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ও ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here