Friday, November 22, 2024

বিশ্ব সুখ দিবস আজ

  • আন্তর্জাতিক ডেস্কঃ  কেউ হয়তো খুশি হবেন পছন্দের খাবার খেয়ে , কেউ আবার  ইচ্ছামতো কেনাকাটা করে খুশি হবেন। কেউ আবার খুশি হন প্রিয় মানুষের সঙ্গ পেয়ে। আবার ঘুরতে গিয়েও খুশি হন অনেকে।

মানসিকভাবে সুস্থ থাকতে, শরীর রোগমুক্ত রাখতে হাসিখুশি থাকার বিকল্প নেই। এসব বিষয় মাথায় রেখে বছরে একটি দিন ঘটা করে পালন করা হয় হাসিখুশি থাকার জন্য। দিনটিকে বলা হয় আন্তর্জাতিক সুখ দিবস। ২০ মার্চ পালিত হয় আন্তর্জাতিক সুখ দিবস।

২০১২ সালের জুলাইয়ে জাতিসংঘ প্রথম প্রস্তাব পাস হয়। ভুটানের উদ্যোগে কাজটি হয়েছিল। তার পরের বছর থেকে প্রতিবছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছরে দিবসটির থিম নির্বাচন করা হয়েছে- কিপ কাম, স্টে ওয়াইজ, বি কাউন্ড। প্রতি বছর দিবসটির জন্য আলাদা আলাদা থিম বেছে নেওয়া হয়।

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ নম্বরে। তালিকায় প্রতিবেশী দেশ ভারতের জায়গা হয়েছে ১৩৬ নম্বরে আর পাকিস্তান রয়েছে ১২১ নম্বরে।

এদিকে জাতিসংঘের বার্ষিক সূচকের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বলছে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড। তারপর রয়েছে- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here