প্রতিবেদনে বলা হয়, পায়ুপথে প্রায় এক কেজি স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন তিনি। কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন সুরভি। তখন তাকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে। তার পায়ুতে ছিল ওই সোনা।
সুরভীকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয় তাকে। এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন।
ভারতে এই প্রথম কোনো বিমানকর্মীকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণপাচার করেছেন বলে অভিযোগ।