- রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিবাচনে প্রতিযোগীতা থাকবে কিন্তু সেটা হতে হবে পরিচ্ছন্ন, মারামারি কিংবা বিশৃঙ্খলা কখনো কাম্য নয়।
তিনি আরও বলেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল পক্ষের চাই একটি সুষ্ঠু নির্বাচন। সরকারেরও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরণের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (৮নভেম্বর)সকাল ১১ টায় তিনি গোয়ালন্দ উপজেলা হলরুম মিলনায়তনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজিত প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ-বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন উজান চর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আবুল হোসেন । তিনি বলেন আমার শুধু একটাই চাওয়া জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমার মানুষ জন রাস্তায় থাকতে পারবে না ভোট চাইতে পারবে না। সেটা কাম্য নয়। আমি সাবেক চেয়ারম্যান, আমি রানিং চেয়ারম্যান। ভোটের দিন আমার লোকজন যেন ভোট কেন্দ্রে যেতে সেই ব্যাবস্থা আপনি করেন।
ছোট ভাকলা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য আওয়ামীলীগ থেকে বহিস্কৃত জনাব মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন প্রতিপক্ষ তাদের কে বাইরে যেতে দিচ্ছে না। ভোট চাইতে গেলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। প্রতিপক্ষ নির্বাচনের দিন তাদের কেন্দ্রে যেতে বাঁধা সহ নির্বাচন সুষ্ঠু হতে নাও দিতে পারে। এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়ার জন্য বলেন। প্রতিপক্ষ বর্তমান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন বলেন এসব কথা মিথ্যা। এমন কিছুই হয়নি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই দুটি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন