Saturday, December 21, 2024

সুসজ্জিত গাড়ীতে পুলিশ সদস্যের বিদায়

রাজবাড়ী জার্নাল: বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে রাজবাড়ী জেলায় কর্মরত কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম খাঁন পিআরএল (অবসর) গমন করেন।তার দীর্ঘ কর্মজীবন শেষে আজ পিআরএল (অবসর) এ যাওয়া প্রিয় সহকর্মী পুলিশ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খাঁন কে আনুষ্ঠানিকতার সাথে বিদায় দিয়েছেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

পুলিশ সুপার বলেন, তার মত জাহাঙ্গীর আলম খাঁনদের ছোট ছোট অবদানে বাংলাদেশ পুলিশ সুদীর্ঘ পথ অতিক্রম করে আজকের অবস্থানে পৌছেছে। তাদের অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্বরণ করে।
১লা ডিসেম্বর (শুক্রবার) রাজবাড়ী পুলিশ লাইন্স থেকে প্রিয় সহকর্মীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদানসহ আনুষ্ঠানিকতার সাথে বিদায় জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজাউল করিম ।

এসময় ফুল-বেলুন দিয়ে সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ ইফতেখারুজ্জামান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here