স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালি থেকে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । বুধবার (১২ই মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী আর্মি ক্যাম্প ।
আর্মি ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বুধবার রাত ১টা ১০ মিনিটের দিকে জেলার কালুখালীর তোফাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযান চলাকালীন তোফাদিয়া এলাকার আম বাগানে ১ টি পরিত্যক্ত ওয়ান শুটার বন্দুক এবং ৩ রাউন্ড এ্যামোনিশন পাওয়া যায়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ কালুখালী থানায় হস্তান্তর করা হয়। ‘