Friday, January 24, 2025

সেলাই মেশিন ,বাইসাইকেল,ফাইল কেবিনেট ও ফুটবল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ১৪ টি ইউনিয়নের গরীব দু:স্থ্য পরিবারের মধ্যে সেলাইমেশিন ,বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে এসব সামগ্রী প্রদান করা হয় ।

শনিবার (২৪শে জুন) সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ সকল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে উপকরণ তুলে দেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল , মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

রাজবাড়ী সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.খায়ের উদ্দীনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মধুসূদন সাহা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here