Thursday, January 23, 2025

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত -আহত দুই

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট আবাসনের সামনে বেপোরয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে যাবার সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেয় পায়েল (১৫) মারা যায়। তার বাড়ী বহরপুর দড়িপাড়া গ্রামে। তার পিতার নাম আকমল হোসেন। সে বহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

মোটর সাইকেলের চালক সাব্বির হোসেন (১৫) ও তার বন্ধু আলিফ (১৫) কে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাচ্ছিল। মোটর সাইকেল চালকের কোন ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ীর কোন বি,আর, টি,এর রেজিষ্ট্রশন নেই। আহত সাব্বির(১৫) ও আলিফ(১৫)কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় বহরপুর হতে মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে যাবার পথে ঘোনার ঘাট আবাসনের সামনে রাস্তার পাশে থাকা মেহগণী গাছে সাথে ধাক্কা লেগে এক জন নিহত ও দুইজন আহত হয়। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here