বিশেষ প্রতিনিধি রাজবাড়ীঃ রাজবাড়ীতে মেয়েদের শারিরিক সমস্যা ও মানসিক সমস্যা নিয়ে কাজ করছে কিছু সেচ্ছাসেবী। তারা রাজবাড়ী প্রতিটি মেয়েদের স্কুলে স্বাস্থ্য ব্যাংক সেবা চালু করছে।এ বিষয়ে এ প্রকল্পের উদ্যোক্তা নেহাল আহমেদ বলেন,খুব সহজ অথচ খুবই গুরুত্বপুর্ন এ কাজে আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে এই প্রকল্প শুরু করেছি।আমরা মনে করি মাসিক নিয়ে যে ট্যাবু আছে, সেটা ভাঙতে হবে৷ ভাইকে বুঝতে হবে বোনের প্রয়োজন ৷ স্বামীকে বুঝতে হবে স্ত্রীর প্রয়োজন৷ মাসিক বিষয়টি শুধু নারী বুঝলেই হবে না৷ পরিবারের সদস্য এবং সমাজকেও এটা বুঝতে হবে৷
এটাকে একটি স্বাভাবিক শারীরিক বিষয় হিসেকে জানতে হবে, মানতে হবে৷ তাহলে আর ভয় বা লজ্জা থাকবে না৷”ইউনেস্কোর মতে, মাসিক স্বাস্থ্যের জন্য বয়ঃসন্ধিসংক্রান্ত শিক্ষা, মাসিকসংক্রান্ত উপকরণ, সাবান, পানি, নিরাপদ টয়লেট ও বর্জ্য ফেলার উপযুক্ত জায়গা প্রয়োজন।
কিন্তু সীমিত সম্পদ, বিদ্যমান অবকাঠামো এবং যথাযথ উদ্যোগের অভাবে অনেক স্কুলেই এসব সুবিধা থাকে না।আরেক সেচ্ছাসেবী নুসরাত জাহান স্মৃতি বলেন আমরা মেয়েদের স্বাস্থ্যবিষয়ে সচেতন করছি।তা ছাড়া প্রতিটি স্কুলে এ সেবা যাতে নিশ্চত হয় সে ব্যাপারে কাজ করছি।