Thursday, January 23, 2025

স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীরতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

১৯শে জানুয়ারি (বৃহস্পতি বার) রাত পৌনে দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বার্থা গ্রামে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগরা হওয়ার এক পর্যায়ে স্বামী আব্দুল লতিফ কাজী(৩৫) তার স্ত্রী বিউটি বেগম (৩০)কে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গলা কেটে গুরুতর জখম করে এবং ঘটনাস্থলেই তার স্ত্রী মারা যায়।

রাজবাড়ী সদর থানার এস আই আবুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমরা বিউটি বেগম এর মরদেহ তার বিছানা থেকে উদ্ধার করেছি । তার গায়ের বিভিন্ন স্থানে বিশেষ করে মাথায় কোপের চিহ্ন রয়েছে এবং ছুরি দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করেছে ।  তার স্বামী আব্দুল লতিফ কাজী পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here