Thursday, July 31, 2025

স্পেনের আকাশে মৃত্যুফাঁদ থেকে রক্ষা পেল যুদ্ধবিমান

অনলাইন ডেস্কঃ স্পেনের জনবহুল সৈকতের আকাশে এক চুলের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি এফ-১৮ হর্নেট যুদ্ধবিমান। আস্তুরিয়ার ‘হিখোন এয়ার ফেস্টিভাল’-এ প্রদর্শনী চলাকালে বিমানটির সামনে হঠাৎ পাখির একটি ঝাঁক চলে এলে, পাইলট দ্রুত এড়ানোর কৌশল নেয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানটি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়ার রেখা টেনে নিচের দিকে নামতে শুরু করে। তবে শেষ মুহূর্তে বিমানের দিক পরিবর্তন করে তা আকাশে ফিরে যায়— ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সেই সময় সান লোরেঞ্জো সৈকতে হাজির ছিল হাজার হাজার দর্শক। বিমানের আচমকা গতিপথ দেখে দর্শকদের অনেকেই বিস্ময়ে চিৎকার করে ওঠেন এবং অনেকে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

স্প্যানিশ বিমানবাহিনী জানায়, পাখির ঝাঁক শনাক্ত করার পর পাইলট নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে দ্রুত প্রতিক্রিয়া জানান। তাদের ভাষ্যে, “পাইলটদের এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে পাইলট ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

‘হিখোন এয়ার ফেস্টিভাল’-এ এবার দর্শকের সংখ্যা ছিল তিন লাখের বেশি, যা অনুষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। প্রদর্শনীতে অংশ নেয় স্প্যানিশ বিমান ও মহাকাশ বাহিনী, উদ্ধার ইউনিট, নৌবাহিনী এবং পুলিশ বিভাগ।

এর আগে গত মাসে মুরসিয়ায় আরও একটি এয়ার শো চলাকালে পাখির সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ইউরোফাইটার টাইফুন বিমানের ক্যানোপি ভেঙে যায় এবং তাৎক্ষণিক অবতরণ করতে হয় পাইলটকে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-র তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বজুড়ে বন্যপ্রাণী (বিশেষ করে পাখি) আঘাতের ২ লাখ ৭০ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনা যুদ্ধবিমান থেকে শুরু করে যাত্রীবাহী বিমান—সবকিছুর জন্যই বড় হুমকি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here