Monday, December 23, 2024

স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীতে চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ ৭৬ হাজার টাকাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার শেখপাড়া এলাকার জমশের মোল্লার ছেলে আলমগীর মোল্লা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পলাশ কাজীর ছেলে রাকিব কাজী ও রাজবাড়ী জেলার মহারাজপুর এলাকার ছাত্তার শেখের ছেলে ইমরান শেখ।

রাজবাড়ী ডিবি কার্যালয় সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক জোড়া রুলি, একটি আংটি, একটি টিকলি, তিনটি চেইন, একটি রুপার চেইন, চারটি নাকফুল ও দুই জোড়া চুরি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান ও চেকপোস্ট চলছে। তারই অংশ হিসেবে সকালে জেলার দূর্গাপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে ওই তিনজনের কথাবার্তায় সন্দেহ হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা চুরির বেশকিছু অলঙ্কার জব্দ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here