Thursday, January 23, 2025

চটপটি দোকানীকে হত্যা চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

  • বালিয়াকান্দি প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের এক চটপটি দোকানীকে হত্যা চেষ্টার অভিযোগে দুই সহোদরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার ২নং আসামী উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের ইউসুফ হোসেন মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে। তবে ১নং আসামী রুবেল মিয়া (৩৫) কে পুলিশ গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের হাকিম শেখের ছেলে মোঃ সাহেব আলী শেখ বাদী হয়ে মঙ্গলবার (১৫মার্চ) বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

জানাগেছে, সাহেব আলী শেখ একজন হার্টের রোগী। তিনি ইতিপুর্বে ভ্যান চালাতেন। হার্টের সমস্যার কারণে এক বছর যাবৎ ভ্যানে চটপটি বিক্রি করে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে টানাপড়েনের মধ্যে দিনতিপাত করছেন। গত ১২ মার্চ বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন প্রকল্প এলাকায় রাকিবুলের জমির সম্মুখে পাকা রাস্তার পাশে চটপটি বিক্রির জন্য যান। কামাল মিয়ার দোকানে বিক্রির সমস্যা হবে বিধায় সাহেব আলীকে চলে যাওয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে। পরে সাহেব আলী বিষয়টি নিয়ে বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ও ওই জমির মালিকের অনুমতি নিয়ে গত ১৪ মার্চ বিকাল ৪টার সময় চটপটি বিক্রির উদ্দেশ্যে ওই স্থানে গেলে কামাল মিয়া পুনরায় গালিগালাজ করাসহ তার ভাই রুবেল মিয়াকে ফোন করে ডেকে আনে। সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভ্যান গাড়ীতে চটপটি বিক্রি করার সময় রুবেল মিয়া আতর্কিত ভাবে এসে সাহেব আলী শেখকে দাড়ি ধরে টান মারলে ভ্যান গাড়ীর সাথে কোমড়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। তখন কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং সকল মালামাল মাটিতে ফেলে ১ হাজার টাকার ক্ষতি সাধন করে ও চটপটি বিক্রির ৪২০ টাকা ছিনিয়ে নেয়। হত্যার উদ্দেশ্যে ভ্যান গাড়ীতে থাকা পিয়াজ মরিচ কাটা চাকু গলায় ধরে জবাই করতে গেলে চটপটি ক্রেতা অজ্ঞাত ব্যক্তি তাকে বাঁধা দেওয়াসহ চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে রুবেল মিয়া হুমকি দিয়ে বলে যে আবার এখানে চটপটি বিক্রি করতে আসলে জবাই করে ফেলবো বলে হুমকি দিয়ে চলে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নেন এবং বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি বালিয়াকান্দি থানার মামলা নং- ৮, তারিখ ১৫-৩-২০২২ ইং ধারা ৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান রিপন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার অভিযান চালিয়ে কামাল হোসেন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে। তবে রুবেল মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, রুবেল মিয়ার বিরুদ্ধে বালিয়াকান্দির ব্যবসায়ী মাসুদ মোল্যার বিরুদ্ধে ফেসবুকে লেখার কারণে মানহানী মামলা ও নবাবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ রানা বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here