Saturday, December 21, 2024

হারানো বিজ্ঞপ্তি- হারানো বিজ্ঞপ্তি – হারানো বিজ্ঞপ্তি

হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি
আলিমদ্দিন মন্ডল (২৮)
পিতা:ছোরাপ মন্ডল
মাতা:মৃত তামেশা
গ্রাম:দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া।

থানা:গোয়ালন্দ।জেলা:রাজবাড়ী।সে পবিত্র রমজান মাসের দুইদিন আগে নিজ গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।ছেলেটির গায়ে ছিল শার্ট ও পরনে ছিল প্যান্ট।এক আড়া লম্বা।মানষিক সমস্যা রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিচের ঠিকানায় যোগাযোগ করবেন।

ভাই:নইমদ্দিন মন্ডল।
মোবাইল :+8801782000579
গ্রাম :হোসেন মন্ডল পাড়া।
থানা:গোয়ালন্দ।
জেলা:রাজবাড়ী

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here