উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় হালখাতা শেষে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া অঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত হাবু শেখের ছেলে কোরবান শেখ (৫৫) এবং একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ফনিভুষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)। কোরবান শেখ খোকসা কমলাপুর পুরাতন বাজারের ‘মাতৃ জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী এবং অশোক রায় মোড়াগাছা এলাকার ‘কৃষ্ণা জুয়েলার্স’-এর মালিক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, নিহত দুইজন ব্যবসায়ী পাংশা থেকে হালখাতা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে নওপাড়া পাগলের মোড় বটতলা এলাকায় অজ্ঞাত একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁরা মারাত্মকভাবে আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা বলেন, “দুর্ঘটনার পর দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, “দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলেও পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে।”