Saturday, December 21, 2024

হাসপাতাল কোয়ার্টারে দিনে-দুপুরে নার্সের বাসায় চুরি

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালের নার্স কোয়াটারে দিনে-দুপুরে নার্সের বাসার দরজার হ্যাজবোল্ড ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।

(৫ নভেম্বর) রবিবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে বালিয়াকান্দি হাসপাতালের নার্স কোয়ার্টারের বাসায় এ চুরির ঘটনা ঘটেছে।

বালিয়াকান্দি হাসপাতালের স্টাফ নার্স চ্যামেলী খাতুন বলেন, সকাল সাড়ে ৮টায় বাসা তালা দিয়ে অফিসে যান। দুপুর ২টার সময় বাসায় খেতে এসে দেখতে পাই দরজার হ্যাজবোল্ড ভাঙ্গা ও দরজা খোলা। ভিতরে ঢুকে দেখতে পাই ওয়ারড্রপের ড্রয়ার ভেঙ্গে মালামাল এলোমেলো করে রাখা। পরে দেখতে পাই ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা, ১২ আনা ওজনের স্বর্ণের চেইন, দেড় ভরি ওজনের রুপার গহনা চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here