Thursday, July 31, 2025

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার, নতুন পদায়নের প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টারঃ দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনরত ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০২ জন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (আজ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রত্যাহার করা কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন, যাদের সাধারণভাবে এসিল্যান্ড হিসেবে চেনে জনগণ।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য সিনিয়র সহকারী কমিশনার অথবা সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা বিভাগের জন্য জারি করা একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

একইভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে বাকি কর্মকর্তাদের ন্যস্ত করার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এই পদক্ষেপটি প্রশাসনিক কাঠামোয় রদবদলের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে।
এভাবে তাদের চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করার পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘

 

 

 

 

 

 

 

 

সূত্রঃhttps://www.manobkantha.com.bd/news/national/633412/%E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A8-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%28%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%29-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here