Tuesday, January 28, 2025

১২টি মোবাইল ফোন উদ্ধার গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর জনসভায় হারিয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির ১২ টি চোরাই মোবাইলসহ দুইজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি ইমরান (৩৭) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আবদুল লতিফের ছেলে। অপর আসামি মোঃ সোহাগ ভূইয়া (২৬) ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার হারুন ভূইয়ার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের উপর ভিত্তিতে গতকাল সন্ধ্যার পর তারা বিভিন্ন বাসে তল্লাসি চালায়। বাস যোগে রাজবাড়ীর উপর দিয়ে যাওয়ার সময় তল্লাশি চালানোর প্রাক্কালে তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১২ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার ধারা-৪১১ পেনাল কোড রুজু করে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here