নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে,এ সময় আসামী সজিব মৃধা(২৬) পালিয়ে গেছে বলে জানিয়েছে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ ।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক তানভীর হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২০শে এপ্রিল (বুধবার) আনুমানিক ২২.৩০-২৩.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার পান্নু মোল্লার বাড়ির ভাড়াটিয়া আসামী মোঃ সজিব মৃধা এর দক্ষিণ দুয়ারী সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট বসত ঘরের পশ্চিম পাশ্বের কক্ষে ওয়াশিং মেশিনের পিছনে ময়লা কাপঢ়ের মধ্যে লুকানো অবস্থায় ১৫০( একশত পঞ্চাশ ) পিছ ইয়াবা উদ্ধার করে । এ সময় আসামী সজিব মৃধা(২৬), পিতাঃ মোঃ রাজ্জাক মৃধা, বর্তমান ঠিকানা সাং- দৌলতদিয়া বাজার, ইউপিঃ দৌলতদিয়া ঘাট, ওয়ার্ড-০৫, থানাঃ গোয়ালন্দ ঘাট, জেলাঃ রাজবাড়ী কৌশলে পালিয়ে যায়। আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ক্রমিক নং ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪৫,০০০/-( পয়তাল্লিশ হাজার ) টাকা।