Saturday, March 15, 2025

১৮ মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে – ড. আসাদুজ্জামান রিপন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বত করা যাবে না।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস সরকারের প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদের নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন করা যাবে না।

ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, বিগত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারে নাই এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে। সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ কিন্তু এই জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ১৬০ জনের অধিক সংসদ সদস্য বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এটা গনতন্ত্র না। এই গণতন্ত্র বিএনপি বিশ্বাস করে না, দখলবাজিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি নেত্রী খালেদা জিয়া দখলবাজিকে প্রশ্রয় দেন না। জনগণকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনাদের মনে রাখতে হবে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিলম্বিত করতে কারা চায় সেটা আপনাদের চিনতে হবে।

ফরিদপুর শহরের অম্বিকা হলে শুক্রবার বেলা ১১ টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়দুল ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-০১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদারেস আলী ঈসা প্রমুখ।

বর্ধিত সভায় ৫টি জেলা বিএনপি সভাপতি ,সাধারণ সম্পাদকগণ বর্ধিত সভায় অংশগ্রহণ করেন । ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here