Thursday, December 26, 2024

১৯৬ বোতল ফেনসিডিল সহ এক  মাদক কারবারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকা হতে ১৯৬ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে গেপ্তার করেছে ট্রাফিক পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফেনসিডিলগুলোর বহনকারী মোঃ কাউছার আলী (৩০) নামের এক যুবককে।সে যশোরের বেনাপোল পোর্ট উপজেলার আমড়াখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট এলাকা হতে পুলিশ ফেনসিডিলগুলোসহ ওই যুবককে গ্রেফতার করে।
বেনাপোল হতে আনা ফেনসিডিলগুলো নিয়ে সে ঢাকায় যাচ্ছিল। কিন্তু ফেরিতে উঠার আগ মূহুর্তে পুলিশ তাকে গ্রেফতার করে।
রাজবাড়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহিন আলম জানান, মঙ্গলবার সকাল সারে ১০ টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে যানজট নিরসনের দায়িত্ব পালন করছিলেন।এ সময় গোপনে সংবাদ পান দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট দিয়ে ফেনসিডিল বোঝাই একটি পিকআপ নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এ সময় তিনি দ্রুত সেখানে গিয়ে ফেরিতে ওঠার আগ মূহুর্তে নেভি ব্লু রংয়ের ওই পিকআপটি (নং যশোর -ন-১১-১১৪৬) আটকান। এ সময় পিকআপ থেকে নেমে চালক কাউছার আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করি।পরে তার দেয়া তথ্যানুযায়ী পিক-আপের পিছনের সিটে লুকিয়ে রাখা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
এ সময় আটক কাউছার একজন পেশাদার মাদক ব্যাবসায়ী এবং এভাবে তিনি নিয়মিত ঢাকায় ফেনসিডিলের চালান পাচার করে থাকেন বলে স্বীকার করেন।পরে ফেনসিডিলগুলোসহ তাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করি।উদ্ধার ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯২ হাজার টাকা।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ হতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here