Monday, December 23, 2024

১ হাজার পিস ইয়াবা মটোরসাইকেলসহ ৩ মাদক কারবারি আটক

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) পিসইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারি আটক।

থানা সুত্রেজানাযায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার এসআই (নিঃ) মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভির রাতে(২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বালিয়াকান্দি থানাধীন জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা সাকিনস্থ জনৈক মোঃ শহিদুল ইসলামএর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক কারবারি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দিয়ানত শেখ এর ছেলে ১। আব্দুল আওয়াল @রুমান @রুমন (২৩), খাটাগ্রামের ইউসুফ ফকির এর ছেলে ২। মোঃ শাওন ফকির(১৯), রায়পুর গ্রামের মৃত সোরহাব শেখ এর ছেলে, ৩। মোঃ কাছেদ শেখ(২৩)এদের কাজ থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ TVS কোম্পানীর Apache 4V RTR 160 CC লাল রংয়ের মোটর সাইকেলসহ উদ্ধার করেন।

এ সংক্রান্তে বালিয়াকান্দি থানায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আাসামীদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here