Monday, December 23, 2024

২৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ জন

রাজবাড়ীঃ সোমবার (৪ঠা জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ী এর একটি বিশেষ টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন জমিদার ব্রিজ এলাকাস্থ ভিক্টর ফিড নামক ফ্যাক্টরীর সামনে রাজবাড়ী টু গোয়ালন্দ ঘাট গামী রাস্তার উপর কুমারখালি টু ঢাকাগামী লালনশাহ পরিবহন নামক যাত্রীবাহী বাস তল্লাশি করে আসামী( ১) মোঃ আতিয়ার রহমান(৪২), পিতাঃ ছবদুল বিশ্বাস, সাং- রায়নগর, ইউপিঃ রামকান্তপুর, থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী এবং( ২) আসামী মোছাঃ ফাল্গুনী বেগম(৩৫), পিতাঃ গুদের শেখ, সাং- চারাবটতলা, ইউপিঃ উড়াকান্দা,থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী কে ২৩৫( দুই শত পয়ত্রিশ) বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here