Monday, January 20, 2025

৪ গ্রাম হেরোইনসহ মিজানপুরের আকাশ সরদার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী জেলা শহর  থেকে ৪ গ্রাম হেরোইনসহ মোঃ আকাশ সরদার(২২) নামের এক মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃত আকাশ- রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে।

রাজবাড়ীর ডিএনসি কার্যালয় সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ী ডিএনসি’র একটি অভিযানিক দল শুক্রবার (১৪ অক্টোম্বর-২২) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে অভিযান পরিচালনা করে রাজবাড়ী পৌর বাজার মেইন রোডস্থ আয়াত কসমেটিক্স নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ গ্রাম হেরোইনসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।

এ বিষয়ে, গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here