মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক শুশুক। শুশুকটি ওজন প্রায় ৫০ কেজি।
শনিবার ৩০ জুলাই বিকেল জেলে মফিজ পদ্মা নদীতে জাল ফেলে তার কিছুক্ষন পড়ে জাল উঠাতে গেলে তার জালে বড় ঝাঁকি দেয় জেলে মফিজ মনে করেন আমার জালে বড় কোন মাছ আটকেছে। অনেক কষ্ট করেন যখন নৌকার উঠাতেই দেখতে পায় মাছ না বিশাল শুশুক। তখন ১ নং ফেরি ঘাটের মাথায় শুশুকটি নিয়ে আসলে স্থানীয় কেউ কিনতে চায় না। পরে মৎস্য ব্যবসায়ী দেলোয়ার ৫০০ শত টাকা দিয়ে জেলেদের কাছ থেকে কিনে নেয়। সে সময় শুশুকটিকে এক নজর দেখতে উৎসুক জনতারা ভির জমায়। তার কিছুক্ষন পরে শুশুকটি ৫০০ টাকায় বিক্রি করেন নদীতে বাঁচা মাছ ধরা জেলেদের কাছে।তারা শুশুকটি দিয়ে তেল তৈরী করবেন মাছ ধরার জন্য।