Wednesday, January 22, 2025

৫ শতাধিক এতিম ছাত্রদের ইফতার করালেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নিজ বাড়ীতে ৫ শতাধিক এতিম ছাত্রদের ইফতার করালেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা পৌর শহরের পারনারায়নপুর গ্রামের নিজ বাড়িতে এ ইফতারের আয়োজন করেন তিনি।

জানা যায়, উপজেলার বিভিন্ন এতিমখানার ৫ শতাধিক এতিম ছাত্রদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, পিআইও আসলাম হোসেন, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস.এম রাসেল কবির সহ বিভিন্ন এতিমখানার শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here