বালিয়াকান্দি সংবাদদাতাঃ বালিয়াকান্দি থানাপুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৫ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বালিয়াকান্দি থানা সুত্রে জানাযায়, (৩০ মে) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে, এস.আই মোঃ মাজহারুল ইসলাম, এ.এস.আই মোহাম্মদ ইউসুফ আলী, এএস.আই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স বালিয়াকান্দি থানাধীন বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজার হইতে সর্বমোট ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামের মোঃ করিম শেখের ছেলে, মোঃ বুলবুল শেখ, যদুপুর গ্রামের আজিমউদ্দিন মোল্লার ছেলে মোঃ ওমর ফারুক মোল্লা দ্বয়কে গ্রেফতার করে। তাদের নামে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কে মঙ্গলবার প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।