Wednesday, July 16, 2025

⚠️ জেমিনি চ্যাটবটে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি, ই-মেইলে লুকানো কোডে সাইবার হামলা!

অনলাইন ডেস্কঃ গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট জেমিনি এখন হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। ই-মেইলের সারাংশ লেখার সুবিধা কাজে লাগিয়ে একদল সাইবার অপরাধী বিভ্রান্তিকর বার্তা ঢুকিয়ে দিচ্ছে ব্যবহারকারীর ইনবক্সে—আর ব্যবহারকারীরা বুঝতেও পারছেন না, এসব আসলে প্রতারণামূলক ফাঁদ।

এই ত্রুটি প্রথম চিহ্নিত করেন মজিলা ফাউন্ডেশনের ‘ওডিন’ প্রকল্পের নিরাপত্তা বিশ্লেষক মার্কো  ফিগুয়েরোয়া। তিনি জানান, হ্যাকাররা ই-মেইলে এমনভাবে ‘ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন’ নামের এক ধরণের গোপন নির্দেশনা ঢুকিয়ে দেন, যা চোখে পড়ে না। এগুলো সাদা রঙ ও শূন্য ফন্ট সাইজে লেখা হয়—এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS) কৌশল ব্যবহার করে।

যখন ব্যবহারকারী জেমিনির সাহায্যে ই-মেইলের সারাংশ দেখতে চান, তখন জেমিনি সেই গোপন কোড পড়তে পারে এবং হ্যাকারদের তৈরি ভুয়া বার্তা “সারাংশ” হিসেবে দেখায়। এই ভুয়া বার্তাগুলো অনেক সময় জরুরি সতর্কতা বা নিরাপত্তাবিষয়ক বার্তার মতো দেখায়, যা ব্যবহারকারীকে বিভ্রান্ত করে ক্লিক করিয়ে ফেলে বিপদের মুখে।

🔐 কীভাবে রক্ষা পাবেন?
মার্কো ফিগুয়েরোয়া পরামর্শ দিয়েছেন—

সারাংশে ফোন নম্বর, লিংক বা অতি জরুরি বার্তা দেখলে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না।

চ্যাটবটের দেওয়া সারাংশকে কখনোই পূর্ণ নিরাপত্তা তথ্য হিসেবে বিবেচনা করবেন না।

প্রযুক্তি প্রতিষ্ঠানের উচিত—এই ধরণের লুকানো কোড স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও বাদ দেওয়ার ব্যবস্থা করা।

📢 গুগলের প্রতিক্রিয়া:
গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, “আমরা আমাদের মডেলগুলোকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছি। হুমকির মুখে আমাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।”

✅ সতর্ক থাকুন, নিরাপদ থাকুন:
বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভুল তথ্য ও গোপন হুমকির ঝুঁকি আরও বাড়ছে। তাই প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে সচেতনতা ও যাচাই-বাছাইই হবে সেরা রক্ষাকবচ।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here