Wednesday, January 22, 2025

গাছে গাছে আমের মুকুলের সমাহার ছড়াচ্ছে ঘ্রাণ

মোজাম্মেল হক,গোয়ালন্দ:  আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ্ ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ী যাই। মামার বাড়ীর ঝড়ের দিনে আম কুড়াতে সুখ পাকা আমের মধুর রসে রঙ্গিন করি মুখ। এই কবিতার বাস্তব রুপ পেতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় আমের পরিপূর্ণতা হতে বাকী রয়েছে আর মাত্র কয়েকে মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল । চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগলা করা ঘ্রাণ। গাছে থাকা মুকুল বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ সুগন্ধ। যে সুগন্ধ মানুষের মনকে বিমোহিত করে পাশা পাশি মধুর মাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুর।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে আমের মুকুল বাতাসে দোল খাচ্ছে।আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন মুকুল ছেয়ে আছে গাছের প্রতিটি ডাল পালায় । চারদিকে ছাড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রান। আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার উপর । আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে এ বছরে আমের বাম্পার ফলনের আশা করছেন আম বাগান ও আম গাছের মালিকেরা। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় মুকুলে ভরে গেছে
আম বাগানসহ ব্যাক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতেও বড় গাছের চেয়ে ছোট ও মাঝারি গাছ গুলোতে বেশি মুকুল ফুটছে। সেই মুকুলের গন্ধ আম বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আমের মধ্যে রয়েছে আমরুপালি ,
রাজভোগ, গোপাল ভোগ, ল্যাংড়া ,ফজলি ক্ষিরসাপা রাজ ভোগ, রত্মা অন্যতম। ইতি মধ্যে এসব গাছে পুরো মুকুল ফুটছে আরো এক সাপ্তাহ লাগবে বলে জানান গাছ মালিকেরা।

আম গাছের মালিক আ. কাদের জানান, প্রায় দুই সাপ্তাহ আগে থেকে আমাদের বাড়ীর ১০ থেকে ১৫ টি আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশির ভাগ গাছে মুকুল ছেয়ে গেছে। দুই একটা গাছে গাছে মুকুল বের হচ্ছে।
আরেক আম বাগানের মালিক মোহন বলেন ,আম গাছে মুকুল আসার পর থেকে আমি গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছি। মুকুরের রোগ বালাইযের আক্রমণ থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ স্প্রে করে গাছে দিচ্ছি।সে আরো জানান আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে এবার
আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছি।

উপজেলা কৃষি অফিসার বলেন, এ বছরে গোয়ালন্দ উপজেলায় ১৫ হেক্টর জমিতে আমের বাগান হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে আর আমাদের পরামর্শ যদি গ্রহণ করেন বাগানের মালিকেরা তা হলে আশা করা যায় এবার আমের বাম্পার ফলন হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here