Monday, December 23, 2024

গোয়ালন্দে আব্দুল গণি মন্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট  টুর্নামেন্টের উদ্বোধন

  • মোজাম্মেলহক, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আব্দুল গণি মন্ডল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দৌলতদিয়া ইউপি সংলগ্ন হেলিপোর্ট মাঠে মুজিব স্মৃতি সংসদের আয়োজনে২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটির উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও মুজিব স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সভাপতিত্বে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এস. এম লিমনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকীর আমজাদ হোসেন, দৌলতদিয়া আওয়ামীলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুজিব স্মৃতি সংসদ বনাম অকেল উদ্দিন বেপারী স্মৃতি সংঘ একে অপরের মুখোমুখি হয়। টসে জিতে অকেল উদ্দিন বেপারী স্মৃতি সংঘ প্রথমে ব্যাট করে ১০৬ রান করতে সক্ষম হয়। জয়ের জন্য ১০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুজিব স্মৃতি সংঘ ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বিজয়ী দলের অধিনায়ক ব্যক্তিগত ৬ বল খেলে ৩০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here