- আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাক চালকদের আন্দোলনকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। কোভিড স্বাস্থ্য বিধি আরোপের প্রেক্ষিতে ট্রাক চালকদের বিক্ষোভে রাজধানী অটোয়া অচল হয়ে পড়ায় কানাডিয়ান পুলিশ বুধবার বিক্ষোভকারীদের গ্রেফতারের হুমকি দিয়েছে।
ট্রাকচালকদের গত দুপ্তাহের বিক্ষোভের সাথে আরো অনেকেই সংহতি প্রকাশের প্রেক্ষিতে ট্রুডো সতর্ক করে বলেছেন, এসব কর্মকান্ডে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার হুমকির মুখে পড়েছে।
হাউজ অব কমন্সে ট্রুডো বলেন, অবরোধ, অবৈধ বিক্ষোভ অগ্রহণযোগ্য। এটি দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় আমরা অবশ্যই সবকিছু করবো। কানডার উইন্ডসরের সাথে মার্কিন সিটি ডেট্রয়েটের সংযোগকারী সেতু অবরোধ করে রেখেছে ট্রাক চালকেরা। এ কারনে সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র্রও।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি মার্কিন অর্থনীতিতেও বিক্ষোভের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
দ্য অ্যাম্বাসেডর ব্রিজ দুদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর হিসেবে কাজ করে। প্রতিদিন ৪০ হাজারেরও বেশি লোক এ সেতু দিয়ে চলাচল এবং ট্রাকগুলো ৩২৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য পরিবহন করে।
উল্লেখ্য, টিকা না নেয়া যেসব ট্রাক চালক যুক্তরাষ্ট্র থেকে স্থলসীমান্ত পেরিয়ে কানাডায় ঢুকবে তাদের জন্যে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়। তারা এ সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রিডম কনভয় নামে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভে সাড়া দিয়ে হাজার হাজার ট্রাক চালক রাজধানী অবরুদ্ধ করে রাখে।