Wednesday, December 25, 2024

ডাকাতি প্রস্তুতিকালে দুই যুবক গ্রেফতার

  • রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে রুবেল শেখ (২৬) ও জাকির শেখ (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১টি লোহার তৈরি রামদা, ১টি লোহার তৈরি ধারালো দা, ১ টি লোহার তৈরি ধারালো চাকু, ১টি একটি গিয়ার চাকু, ১টি লোহার হাতল যুক্ত লোহার হাতুরী, ১টি নাইলনের রশি, ১টি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া মডেল হাই স্কুলের পাশে বাবুর মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) এবং গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার সামসু মাস্টার পাড়া এলাকার নাসির শেখের ছেলে, জাকির শেখ (২১)।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ  স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে এ দুজন যুবক আটক করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু হয়েছে।  এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।মামলা নং-১৪।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here