স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর র্যাব-৮,সিপিসি-২ এর টহল ডিউটি চলাকালীন ফরিদপুর জেলার কোত্যালী থানাধীন দক্ষিণ শাপলা সড়ক আলীপুর পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশ থেকে ৩৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন সহ রাজবাড়ীর শাওন মৃধা(২৯) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাওন রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকার মোঃ হান্নান মৃধার ছেলে ।
র্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,ফরিদপুর র্যাব-৮ এর একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে ১২ই ফেব্রুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১২ টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ শাপলা সড়ক আলীপুর পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশ থেকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।