রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর থেকে ৫কেজি গাজা উদ্ধার করেছে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , এ সময় দুই মাদক কারবারি সুকৌশলে পালিয়ে যায়।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শনিবার (২০শে ফেব্রুয়ারি) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের ওয়ার্ড নং- ০২ বাজিতপুর গ্রামস্থ ১ নং আসামীর পশ্চিম দুয়ারী টিনের ছাপড়া শয়ন ঘর থেকে একটি প্লাস্টিক ব্যাগের ভিতর পলিথিনে বাধা ০৩(তিন) কেজি গাজা এবং ০২ নং আসামীর পূর্ব -পশ্চিম দুয়ারী টিনের চালা শয়ন ঘর থেকে প্লাস্টিক ব্যাগের ভিতর পলিথিনে বাধা ০২(দুই) কেজি গাজা সর্বমোট ০৫(পাচ) কেজি গাজা উদ্ধার করা হয়। ১ নং আসামী মোঃ রাসেল পাটোয়ারী(৩৩) ও ২ নং আসামী মোঃ আলামিন পাটোয়ারী(২৭) উভয়ই কৌশলে পালিয়ে যায়। উভয় আসামীর পিতাঃ মোঃ নজরুল ইসলাম পাটোয়ারী, মাতাঃ ফাতেমা খাতুন, সাং- বাজিতপুর, ইউনিয়নঃ বসন্তপুর, ওয়ার্ড নং- ০২ , থানাঃ রাজবাড়ী, জেলাঃ রাজবাড়ী। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে