রাজবাড়ীঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। এ দিবস টি পালন উপলক্ষে নানা আয়োজন গ্রহন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি(সোববার) রাত ১২:১ মিনিটে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন।
এছাড়াও, দিবসটি উপলক্ষে শহিদ কাজী আজিজুল হক মুক্তমঞ্চ, অফিসার্স ক্লাব, রাজবাড়ীতে ডা. আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাবে রাজবাড়ীতে স্বাস্থ্য বিভাগ, রাজবাড়ী কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ী কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন রাজবাড়ী এর সার্বিক সহযোগিতায় খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদ কাজী আজিজুল হক মুক্তমঞ্চ, অফিসার্স ক্লাব, রাজবাড়ীতে জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করেন দিলীপ কুমার কর, অধ্যক্ষ, সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী; অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন; অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী; বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন (বতু) এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।