Sunday, December 22, 2024

পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮টি বালুভর্তি বাল্কহেড জব্দ ও জরিমানা

  • মোজাম্মেল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ৮টি বালু ভর্তি বল্কহেড জব্দ ও জরিমানা করা হয়।

জানাগেছে, মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ জাকির হোসেন এর নেতৃত্বে নদীতে সারা রাত অভিযান চালিয়ে ৮টি বাল্কহেড জব্দ সহ ৮জন বল্কহেড সুকানিকে আটক করেন।
আটককৃতরা হলো, মদিনার ফুল বল্কহেড সুকানি মো. মেহেদী(২৯) কাওছার বল্কহেড সুকানি মামুন(২৮), নেছার বল্কহেড সুকানি মিলন(২৭), আল্লাহ্দান বল্কহেড সুকানি নজরুল(৪৩), ফজল রাতুল বল্কহেড সুকানি রিপন(২৫), ভূইয়ামিন বল্কহেড সুকানি মাহফুজ(২৩), ছানাউল্লাহ্ মাষ্টার সুকানি আবুল কাশেম(৪৩)।

বুধবার দুপুরে সহকারী কমিশনার( ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ  আদালতের মাধ্যমে প্রত্যকে ৫০০ শত টাকা করে মোট ৪হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here