- রাজবাড়ীর পাংশায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে কাওছার (১২) নামে ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে পাংশা কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে,কালুখালি উপজেলার চাঁদপুর গ্রামের স্কুল ছাত্র কাওছার তারা মামা মাসুদ শেখের সাথে মোটরসাইকেলে করে পাংশায় এক অনুষ্ঠানের দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে ফেরার সময় অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক মুখোমুখি সঙ্গর্ষ হলে কাওছার মারাত্নক আহত হয়েপরে। হাঁসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ওসি বলেন, ছেলেটি তার মামার সাথে মোটরসাইকেলে কালুখালির দিকে আসছিলো আর অপর দিক থেকে একটি ইজিবাইক এর সাথে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। পরে আহত কাওছারকে হাঁসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াদিন রয়েছে। ঘাতক ইজিবাইক ও চালক পলাতক রয়েছে ।